noor e shoppin-হল একটি অনলাইন পরিষেবা ভিত্তিক ই-কমার্স ব্যবসা যা আপনাকে মানসম্পন্ন পণ্য এবং নৈতিক গ্রাহক সেবা প্রদান করার মাধ্যমে ঘরে বসেই শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলার মনোভাব তৌরি সহয়তা করে।
noor e shopping- এ, আমরা আপনার জীবনের চাহিদা মেটাতে অনলাইনে সেরা মানের সেবা প্রদান করার চষ্টো করি। আমরা এখন সমগ্র বাংলাদেশে সেবা প্রদান করি,বাংলাদেশের বাইরে থেকে যে কেউ বাংলাদেশী ডেলিভারি ঠিকানা প্রদান করে প্রিয়জনের প্রয়োজনে আমাদের কাছ থেকে আপনার কাক্ষিত পণ্য ক্রয় করতে পারেন। আমরা নিশ্চয়তা দিয় রাসূল (সাঃ) এর হাদিস “তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্যও ভালোবাসার আগ পর্যন্ত ঈমানদার হতে পারবে না” এবং “সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে” এই ধারায় ধারাবাহিকতা বজায় রাখায় আমাদের মুল অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সেই তৈফিক দান করুক।